1. শনি গ্রহে নিক্ষিপ্ত মহাকাশ যানের নাম কি?
A মেলিসা | B স্কাইল্যাব |
C হেল-বপ | D ক্যাসিনি |
2. Antomology হচ্ছে-
A পাখি পালন বিদ্যা | B পোকা – মাকড় ও কীটপতঙ্গ সম্বন্ধীয় বিজ্ঞান |
C মৌমাছি পালন বিজ্ঞান | D মৎস্য চাষ সম্পর্কিত বিদ্যা |
3. “To organize the world’s information and make it universally accessible and useful” – কোন বিখ্যাত কোম্পানির লক্ষ্য এটি?
A Yahoo | B Google |
C Apple | D Wikipedia |
4 . ‘পৃথিবী গোলাকার’ – এ তত্ত্বটি প্রথম প্রমাণ করেন ইরানের কোন বিখ্যাত পণ্ডিত?
A ওমর খৈয়াম | B আল বিরুনি |
C আল মুকাদ্দিমা | D আল জামি |
5 . উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় নিচের কোন যন্ত্রের মাধ্যমে?
A ক্রেসকোগ্রাফ | B ক্রনোমিটার |
C টেলিসিমিটার | D ওডোমিটার |
6 . কোন গ্যাসের কারণে নেপচুনের ঘন নীল আবরণ দেখা যায়?
A নাইট্রোজেন | B মিথেন |
C সোডিয়াম | D হাইড্রোজেন |
7. সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়?
A উত্তল | B অবতল |
C সমতল | D কোনটি নয় |
8 . রেইনগেজ কি?
A সময় মাপার যন্ত্র | B হৃদপিণ্ডের গতি নির্ধারণ করার যন্ত্র |
C বৃষ্টি পরিমাপক যন্ত্র | D হিমায়িত করার যন্ত্র |
9 . বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম কাকে বলে?
A প্লাটিপাস নামক স্তন্যপায়ী প্রাণী | B শিমপাঞ্জি |
C রাজ কাঁকড়া | D কেঁচো |
10. প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত?
A ১০০ টি | B ৫০ টি |
C ২৫০ টি | D ২০০ টি |
11 . প্রথম সফল ট্রাফিক সিগন্যাল বাতি কত সালে স্থাপিত হয়?
A ১৯২৪ সালে | B ১৯১৪ সালে |
C ১৯৩০ সালে | D ১৯৩৮ সালে |
12 . প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর কে তৈরি করেন?
A মার্কনী | B রনজেন |
C আলফ্রেড নোবেল | D বেইজ প্যাসকেল |
13 . গ্লুকোমা কোন অঙ্গের রোগ?
A বাহু | B চক্ষু |
C ফুসফুস | D হৃদপিণ্ড |
14 . বল পয়েন্ট কলমের কালি তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয়ে থাকে?
A মিথেন | B সিলিকন |
C টলুইন | D ইথিলিন গ্লাইকল |
15. নিচের কোনটি “Photo Editing Software”?
A Acrobat Reader | B Illustrator |
C VLC | D MS Word |
16 . মুক্তার ওজনের এককের নাম কী?
A গ্রাম | B ভরি |
C গ্রেন | D ক্যারেট |
17. মাইক্রোসফটের প্রথম অপারেটিং সিস্টেমের নাম কি?
A MS – X | B MS-VISTA |
C MS-1998 | D MS-DOS |
18. মানুষের উদ্ভাবিত প্রথম হিসাব গণনাকারী যন্ত্রের নাম কি?
A এবিসি | B মেলিসা |
C অ্যাবাকাস | D ফলোগ্রাম |
19. নিচের কোনটি Adobe এর পণ্য নয়?
A Flash Builder | B Illustrator |
C Power Booster | D Photoshop |
20 . বেরিবেরি রোগের কারণ আবিষ্কার করেছেন কে?
A আইকম্যান | B জেনার |
C রেভি | D ফিনলে |