প্রশ্নোত্তরঃ মেডিকেল মডেল টেস্ট – ১

প্রশ্নোত্তরঃ মেডিকেল মডেল টেস্ট – ১

1. ১ ইঞ্চি = কত সে.মি.?
২.৩৪ ২.৫৪
২.৪৫ ২.৪৩
2. ঘূর্ণয়মান প্রসঙ্গ কাঠামো হল:
জড় অজড়
কোনটিই নয় উভয়েই
3 . দুটি সমান মানের ভেক্টর এর মধ্যবর্তী কোন কত হলে তাদের লব্ধির মান যেকোন একটি ভেক্টর এর মানের সমান হবে?
৯০ ১২০
১৮০ সম্ভব নয়
4 . একক দৈর্ঘ্যর দৈর্ঘ্যর পরিবর্তনকে বলা হয়-
কুন্তন বিকৃতি দৈর্ঘ্য পীড়ন
দৈর্ঘ্য বিকৃতি কুন্তন পীড়ন
5 . কোন সরল দোলক বিস্তারে গিয়ে বেগ শূন্য হয়, তখন ত্বরণ –
শূন্য সর্বোচ্চ
অসীম কোনটিই নয়
6 . নিচের কোনটি সঠিক?
সাধারন ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য, দূরত্ব এর বর্গের ব্যস্তানুপাতিক Dipole এর ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য দূরত্ব এর ঘনের ব্যস্তানুপাতিক
Dipole এর ক্ষেত্রে বিভব দূরত্ব এর বর্গের ব্যস্তানুপাতিক উপরের সবগুলো
7 . কোনটি চেইন বিক্রিয়া:
ফিউশন ট্রান্সম্যুটেশন
স্প্যালেশন ফিশন
8 . নিচের কোনটির ২য় আয়নীকরণ বিভবের মান বেশি?
Na Mg
K Al
9 . কোনটি বাফার দ্রবণ নয়?
দুর্বল এসিড ও দুর্বল ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবন বহুক্ষারীয় এসিডের দুটি লবনের মিশ্রণ
শক্তিশালী এসিড ও তার সাথে শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবনের মিশ্রণ দুর্বল এসিড ও তার সাথে শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবনের মিশ্রণ
10 . Apple Acid কোনটি?
সাইট্রিক এসিড ল্যাকটিক এসিড
ম্যালিক এসিড অ্যাডিপিক এসিড
11 . আকারের ক্রম কোনটি সঠিক?
পরমাণু < অণু < ন্যানো কণা ন্যানো কণা < পরমাণু < অণু
পরমাণু < ন্যানো কণা < অণু কোনটিই নয়
12. PEMFC এর প্রধান তড়িৎ বিশ্লেষ্য কোনটি?
ফসফরিক এসিড সিরামিক পদার্থ
জলীয় ক্ষার পলিমার পর্দা
13 . প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব কত ধরা হয়?
1V 25V
0V -1V
14 . ইথাইনের ওজোনীকরণে-
Zn এর উপস্থিতিতে কিটোন তৈরি হয় Zn এর উপস্থিতিতে H2O2 তৈরি হয়
ফ্যাটি এসিড তৈরি হয় Zn এর অনুপস্থিতিতে ডাইকিটোন তৈরি হয়
15 . দুইটি ননসিস্টার ক্রোমাটিডের ক্রস (x) আকৃতির জোড়াস্থলকে কী বলে?
ক্রসিংওভার কায়াজমা
সিন্যাপস বাইভ্যালেন্ট
16 . নিউক্লিয়াস উৎপন্ন হয় নিচের কোনটি থেকে?
অপত্য ক্রোমোজোম থেকে SAT ক্রোমোজোম থেকে
SAT ক্রোমোজোমের স্যাটেলাইটের জিন থেকে নিউক্লিয়াস থেকে
17 . ব্যাকটেরিয়ার ক্যাপসুলের অন্য নাম কোনটি?
পিলি স্লাইম স্তর
প্লাইপোপ্রোটিন মেসোসোম
18 . লেবুর ক্যাংকার রোগের কারণ কোনটি?
Xanthomonas c1tr1 Xanthomonas oryzae
Stemptomyces Xanthomonas vasculorum
19 . নিচের কোনটিতে ৯০% সেলুলোজ পাওয়া যায়?
তুলা তৃণলতা
কাঠ তিসি
20 . জীব প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসাশাস্ত্রে কোন হরমন উৎপাদন করা হয়?
ইনসুলিন ইন্টারফেরন
গ্রোথ হরমোন উপরের সবগুলো
21 . নিচের কোনটি থেকে ডিম্বক সৃষ্টি হয়?
অমরা থেকে পরাগনালিকা থেকে
ট্যাপেটাম থেকে কোনটিই নয়
22 . নিচের কোনটি সাইনোভিয়াল সন্ধি?
সুচার সিনডেসমোসিস
কন্ডাইলয়েড গমফোসিস
23 . নিচের কোনটি আলভিওলাইয়ের ক্ষেত্রে সঠিক ?
কোলাজেনে তন্তু থাকে ইলাস্টিক তন্তু থাকে
স্কোয়ামাস এপিথেলিয়াম সবগুলো
24 . The verb for ‘culture’ is —
Cultivative Cultivation
Cultivate Cultured
25 . He does not like Beethoven and neither do I. In this sentence neither is –.
Noun Adjective
Adverb Preposition
26 . Indirect speech of – “Are you alone, my son?” asked a soft voice close behind me.
A soft voice from my back asked If I was alone. A soft voice asked that what I was doing there alone.
A soft voice behind me asked If I was alone. A soft voice said to me are you alone son.
27 . What is the synonym of Relish?
desire vindicate
nibble savor
28 . নিয়ন লাইট কে আবিষ্কার করেন?
হোরেস সর্ট ফ্রেডরিক ওয়ালটন
জর্জেস ক্লড জর্জক্যালি
29 . কোপেন হেগেন কোন দেশের রাজধানী?
আর্মেনিয়া ডেনমার্ক
বেলজিয়াম ভিয়েতনাম
30 . ইসরাইল ও লেবাননের সীমান্ত রেখার নাম কী?
ব্লু লাইন সনোরা লাইন
ফচ লাইন ওডারনিস লাইন

 

durbin-academy-blog- mostishker dokkhota baranor upay
durbin-aca