প্রশ্নোত্তর পর্বঃ মেডিকেল ভর্তি প্রস্তুতি – ৩

প্রশ্নোত্তর পর্বঃ মেডিকেল ভর্তি প্রস্তুতি – ৩

1. Choose the correct transformation of this sentence “Tom said, “I will be playing tennis when you arrive”

Tom said he was playing tennis when I arrived Tom said he would be playing tennis when I arrived
Tom said he had been playing tennis when I arrived Tom said he would be played tennis when I arrived
2. Choose the appropriate comparative or superlative- “The weather in the beach is _________ than in the mountain.”

Thicker Thinner
Hotter Cooler
3. Never take your helmet off riding a motorcycle. Helmets must be worn _____ when riding a motorcycle.

all times at all times
for all time all the times
4. Choose the correct comparative or superlative- “I’m ______ interested in being a better swimmer than in being a faster runner.”

Mostly Most
Moistest More
5. সবাত শ্বসন ঘটে-

নিউক্লিয়াসে মাইটোকন্ড্রিয়ায়
সাইটোপ্লাজমে কোনটি নয়
6. নিচের কোন আয়নটি মাটিতে ক্যাটায়ন হিসেবে থাকে?

Na+ Cl-
Ca++ Mg++
7. রক্ষী কোষের আকৃতি কি রুপ?

বৃক্কাকার গোলাকার
বর্তুলাকার কোনটি নয়
8. টিস্যু কালচার পদ্ধতির জনক কে?

মেন্ডেল হ্যাচিনসন
হ্যাবারল্যান্ডট ল্যামার্ক
9. HDL- এর ফলে কোন রোগটি হয়?

ক্যান্সার লিউকোমিয়া
করুনোনারি থ্রম্বোসিস ডায়াবেটিকস
10. এক চামচ সমুদ্রের পানিতে কত ভাগ ভাইরাস বিদ্যমান?

১০৮ ভাগ ৬৭০ ভাগ
৯০১ ভাগ ১০৯ ভাগ
11. জীব প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসাশাস্ত্রে কোন হরমন উৎপাদন করা হয়?

ইনসুলিন ইন্টারফেরন
গ্রোথ হরমোন উপরের সবগুলো
12. কনজুগেটেড এনজাইমের অপর নাম কি?

হলো এনজাইম হাইডোলেজ এনজাইম
নিউক্লিয়েজ এনজাইম লাইপোলাইটিক এনজাইম
13. নিচের কোনটিতে ৯০% সেলুলোজ পাওয়া যায়?

তুলা তৃণলতা
কাঠ তিসি
14. ইলেকট্রন ভোল্ট কি?

বৈদ্যুতিক রোধের একক কাজের ব্যবহারিক একক
কাজের নিরপেক্ষ একক সবগুলো
15. এক অশ্বক্ষমতা সমান কত?

764 joule/sec 647 joule/sec
467 joule/sec 746 joule/sec
16. একক দৈর্ঘ্যর দৈর্ঘ্যর পরিবর্তনকে বলা হয়-

কুন্তন বিকৃতি দৈর্ঘ্য পীড়ন
দৈর্ঘ্য বিকৃতি কুন্তন পীড়ন
17. বিদ্যুৎ বিজ্ঞানে কাজের ব্যবহারিক একক কোনটি?

কিলোওয়াট সেকেন্ড ওয়াট-ঘণ্টা
কিলোয়াট-ঘণ্টা নিউটন ঘণ্টা
18. নিচের কোনটি সত্য নয়?

ক্ষমতা = কাজ / সময় ইঞ্জিনের ক্ষমতা = বল x গতিবেগ
কাজ = ক্ষমতা x সময় ক্ষমতা = কাজ x সময়
19. স্টোকস পদ্ধতি কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়?

সয়াবিন গ্লিসারিন
রেডির তেল সরিষার তেল
20. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় “আত্মঘাতী অপারেশন” ছিল কোনটি?

আটগ্রাম অপারেশন লতি টিলার অপারেশন
অপারেশন জ্যাকপট কালাছড়া চা বাগান অপারেশন
21. “স্বাধীনতা পুরস্কার” প্রদানের ক্ষেত্রটি দেখাশোনার কাজ কোন বিভাগের?

প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ
জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ বিভাগ
22. স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি?

রাশিয়া ভূটান
আয়ার‌ল্যান্ড বেলজিয়াম
23. কোনটি ঋণাত্মক প্রভাবক?

MnO2 H2O2
Na2SO3 গ্লিসারিন
24. তাপোৎপাদী বিক্রিয়ার সাম্যবস্থায় তাপমাত্রা বাড়ালে-

উৎপাদের পরিমাণ বেড়ে যায় সাম্যাংকের মান বেড়ে যায়
সাম্যাংকের মান কমে যায় সাম্যাংকের স্থির থাকে
25. কোন ক্ষেত্রে বিক্রিয়ার গতির উপর চাপের প্রভাব আছে?

কোন গ্যাসীয় বিক্রিয়ক বা উৎপাদ না থাকলে গ্যাসীয় বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা সমান হলে
গ্যাসীয় বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা ভিন্ন হলে কোনটিই নয়
26. কোনটি মৃদু তড়িৎবিশ্লেষ্য?

H2CO3 H2SO4
Ca(OH)2 HNO3
27. কোনটি বাফার দ্রবণ নয়?

দুর্বল এসিড ও দুর্বল ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবন বহুক্ষারীয় এসিডের দুটি লবনের মিশ্রণ
শক্তিশালী এসিড ও তার সাথে শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবনের মিশ্রণ দুর্বল এসিড ও তার সাথে শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবনের মিশ্রণ
 28. 0.05M সালফিউরিক এসিড দ্রবণের pH কত?

0.05 0.1
0.5 1
29. O=O বন্ধনশক্তির মান কত?

414 kJ/mol 498 kJ/mol
346 kJ/mol 464 kJ/mol

30. রাসায়নিক বিক্রিয়ার rate constant (K)-এর মান কীসের উপর নির্ভর করে?

ঘনমাত্রা তাপমাত্রা
চাপ সবগুলো
durbin-academy-blog- mostishker dokkhota baranor upay
durbin-aca